বড়বিল,ঘরগ্রাম। তাড়াশ উপজেলার ঐতিহ্যবাহী মাগুড়াবিনোদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড ঘরগ্রাম এর দক্ষিণে এই ছোট্ট বিলটির অবস্থান।এই বিলে রয়েছে ছোট ছোট অসংখ্য ডোবা ও পুকুর, বর্ষার পানিতে ভেষে আসা নানা ধরনের মাছর মধ্যে কৈ,মাগুর,বোয়াইল,সোল,সিং,টাকীসহ বিভিন্ন ধররের দেশীয় মাছিএই বিলের পুকুর ও ডোবায় বর্ষা শেষে আটকা পড়ে।তাছাড়া বর্ষা শেষে এখানে রবি ষশ্য সরিষা,গম,আলু ,ভুট্টা জন্মে এবং প্রচুর পরিমাণ ইরি ও বোড় ধান উৎপান্ন হয়।তাছাড়া এখাণে রযেছে একচি প্রাচীন স্বশান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস