চলন বিলের তীরে যুগের স্বাক্ষী হয়ে দাড়িয়ে থাকা ৪নং মাগুড়াবিনোদ ইউনিয়নের ঐতির্য্যবাহী গ্রাম দোবিলায় ১৯৬৫ সালে স্থাপিত দোবিলা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়। সময়ের সাথে তালমিলিয়ে অত্র বিদ্যালয়টি প্রত্যন্ত বিল অঞ্চলের মানুষের হৃদয়ে জ্বেলেছে সু-শিক্ষা আলো। ঘরে ঘরে তৈরী করেছে শিক্ষিত মানুষ।তাই বিদ্যালয়টির সুনাম সুখ্যাতি আজ সু উজ্জল। এবং এই বিদ্যালয়ে নির্মিত হয়েছে অত্র ইউনিয়নের ঐতিহ্যময় সুন্দর এই জামে মসজিদ টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস