Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইতিহাস ও ঐতিহ্য

মাগুড়াবিনোদ ইউনিয়ন ঐতিহাসিক চলনবিলের মধ্যস্থিত একটি ইউনিয়ন । এটির আয়তন ৪২.৪৬ বর্গ কিলোমিটার । সিরাজগঞ্জ জেলার তাড়াশ, উলস্নাপাড়া, নাটোর জেলার সিংড়া, গুরম্নদাসপুর, পাবনা জেলার চাটমোহর, ফরিদপুর, ভাঙ্গুড়া উপজেলার সমন্বয়ে চলনবিল অঞ্চল গঠিত। চলনবিল একটি নিম্নভূমি এলাকা । অতীতকালে এই বিল অনেক গভীর ও অত্যন্ত বিপদ-সংকুল ছিল। অনুমান করা হয় যে, প্রায় ৪০০ বৎসর পূর্বে এই বিলটি রাজশাহী, পাবনা, বগুড়া জেলার অধিকাংশ স্থান জুড়ে ব্রম্মপুত্র ও পদ্মার সঙ্গমস্থলে উত্তর পশ্চিম অংশে বিস্তৃত ছিল। কালের পরিক্রমায় পলি জমে বিলটি ভরাট হয়েছে এবং এর বিভিন্ন চরে বিভিন্ন চরে গ্রাম গড়ে উঠেছে। অবস্থান, আকৃতি-প্রকৃতি দেখে চলনবিলকে উত্তর বাংলার নদ-নদী স্নায়ুজালের নাভীকেন্দ্র বললে অত্যুক্তি হবে না। সার্বক্ষণিক বিশাল বিলের পানি চলনমান বা প্রবাহমান থাকার কারণে এই বিলের নাম হয় চলনবিল।

   এখানে সাইডখাল পাড়ে ২ টি হিজল গাছ কালের স্বাক্ষী বহন করে । কথিত আছে বেহুলার নৌকায় নাকি দুই গোলইতে ২ জন শিশু ছিল। ঝড়ের কবলে নৌকা ডুবে গেলে দুই গোলইয়ের ২ শিশু থেকে ২ টি গাছ জন্মে । যার কারণে চলনবিলে যতই পানি বৃদ্ধি পাক না কেন ঐ গাছ ২ টি পানিতে ডোবেনা । ৮৮ এর বন্যায়ও ঐ গাছ ডোবেনি ।