ইউনিয়নসমাজসেবানামেকোনঅফিসনেই,তবেউপজেলাথেকেএরকার্যক্রমবাস্তবায়িতহয়।
সাধারণ পরিচিতি : উপজেলা পর্যায়ের সরকারী অফিসগুলোর মধ্যে উপজেলা সমাজসেবা অফিস অন্যতম। বর্তমানে এটি উপজেলা পরিষদের হস্তান্তরিত অফিস গুলোর মধ্যে একটি।অফিসটি উপজেলা পরিষদ চত্বরের মধ্যখানে অবস্থিত।
দপ্তর প্রধানের পদবী : উপজেলা সমাজসেবা অফিসার।
অফিসের কার্যক্রম: উপজেলা পর্যায়ের দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য পল্লী সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন, ক্ষুদ্রঋণ প্রদান, বয়স্তভাতা, বিধবা এবং স্বামী পরিত্যক্তা দুৰস্থ মহিলা ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষুদ্রঋণ এবং ভাতা প্রদান, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নিবন্ধন দান, অনুদান বণ্টন, বেসরকারী এতিম খানাকে ক্যাপিটেশন গ্রান্ট প্রদান ইত্যাদি।
আওতাধীন অফিস সমূহ : উপজেলাধীন ইউনিয়ন সমূহে ইউনিয়ন সমাজকের্মীগণ জনগণের দোরগড়ায় থেকে সেবা প্রদান করে যাচ্ছেন ।
যোগাযেগ :
সিরাজগঞ্জ জেলা সদর থেকে তাড়াশ উপজেলার দুরুত্ব প্রায় ৪৫.০০ কি.মি.। সিরাজগঞ্জ থেকে সরাসরি বাসে তাড়াশ উপজেলায় আসা যায়। এছাড়াও সিএনজি করে প্রথমে সিরাজগঞ্জ রোড এবং সিরাজগঞ্জ। রোড থেকে বগুড়া রোডে ভূইয়াগাতি বা রাজশাহী রোডে মহিষলুটি দিয়ে তাড়াশ উপজেলায় আসা যায়। এ ক্ষেত্রে বাসে ভাড়ার পরিমাণ ৪০-৫০ টাকা এবং সিএনজির ভাড়ার পরিমাণ ৭০-৮০ টাকা।বলা বাহুল্য যে, তাড়াশ উপজেলা পরিষদ এবং বাস ও সিএনজি স্ট্যান্ড প্রায় একই জায়গায়। ফোন: ০৭৫২৮-৫৬১০৫মো: মনিরুজ্জামন মনি
মোবাইল : ০১৭২২-১৫২১০৫
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS